চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুলের উদ্যোগে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের গরীব দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
গজরা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন শামীম মাস্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, গজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃআলাউদ্দিন, গজরা ইউপি সদস্য মোঃ সহিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলী আকবর মাস্টার, সামছুল আলম মোশারফ, ইউপি সদস্য জাহিদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র ভৌমিক, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুভাস চন্দ্র ভৌতিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ।
আলোচনা সভা শেষে গজরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি।