ঘোড়াঘাটে ৪৬ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার
মোঃ আফজাল হোসেন,দিনাজপুর প্রতিনিধি ঃ || ৯:০৪ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ৪, ২০২৩
দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৬ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের লোকজন একই গ্রামের আদিবাসীদের নিকট থেকে প্রায় ২ বিঘা জমি কবরস্থানের জন্য রেজিষ্ট্রি দলিল মুলে ক্রয় করে নেয়। ওই জমির এক পার্শ্বে নিচু থাকায় গ্রামের লোকজন গতকাল শনিবার সকাল থেকে ভেকু দিয়ে মাটি কাটার কাজ শুর করে।
কিছু মাটি কাটার পর বেলা ১০টায় ওই কষ্টি পাথরটি ভেকুর মাটির সঙ্গে উঠে আসে কবরস্থানে। স্থানীয় লোকজন ওই পাথরটি দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘোড়াঘাট থানার এস,আই অসীম কুমার যাদক সঙ্গীয় ফোর্স সহ পাথরটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, পাথরটি আসল কষ্টি পাথর কি না, তা স্বর্ণকার দিয়ে পরীক্ষার কাজ চলছে।