উত্তরাঞ্চলে ২০২২ সালে ৩২ লাখ কেজি চা বেশি উৎপাদন

দেশের উত্তরাঞ্চলে সদ্য সমাপ্ত চা উৎপাদন মৌসুমের (২০২২) ১ জানুয়ারি থেকে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩২ লাখ ১৯ হাজার ২২৬ কেজি চা বেশি উৎপাদন হয়েছে। ২০২২ সালে উত্তরাঞ্চলে চা উৎপাদিত হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৬ কেজি। ২০২১ সালে একই সময়ে উত্তরাঞ্চলে চা উৎপাদিত হয়েছিল ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি। এ পরিসংখ্যানে দেখা যায়, পুর্ববর্তী বছরের তুলনায় ২০২২ সালে ৩২ লাখ ১৯ হাজার ২২৬ কেজি চা বেশি উৎপাদিত হয়েছে।

বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা মোঃ আমির হোসেন জানান, উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীতে সমতলের ৯টি নিবন্ধিত চা-বাগান, ২১টি অনিবন্ধিত চা-বাগান ও ৮হাজার ৩৫৫টি ক্ষুদ্রায়তন চা-বাগানে মোট ১২ হাজার ৭৯ একর চা আবাদি থেকে ৯ কোটি ২ লাখ ৭৪ হাজার ৬৩২ কেজি উত্তোলিত সবুজ পাতা থেকে ২৫ টি চলমান চা কারখানায় সদ্য সমাপ্ত চা উৎপাদন মৌসুমে (২০২২) প্রক্রিয়াজাত করে ১ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৬ কেজি চা উৎপাদিত হয়েছে। যা গত বছরের তুলনায় ৩২ লাখ ১৯ হাজার ২২৬ কেজি বেশি।

চা বোর্ড সুত্র জানায়, কোভিড পরিস্থিতিতে ২০২১ সালে সঠিক ব্যবস্থাপনার ফলে দেশের উত্তর জনপদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চা উৎপাদন হয়েছিল ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি। যা দেশের উত্তর জনপদের চা শিল্পের জন্য ছিল সর্বোচ্চ রেকর্ড।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *