নড়াইলের লোহাগড়ার ঐতিহ্যবাহী লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজের হল রুমে শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধার স্টীকার ও পুষ্পবৃষ্টিতে বরণ করে নেয়া হয়। কলেজের শিক্ষক, স্কাউট সদস্য ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবাগতদের বরণ করে নেন।
নবীনবরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ শেখ ফারুক আহমদ সভাপতিত্ব করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ^াশতী শীল। এ ছাড়া ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গভর্নিংবডির সদস্য বাদশা শেখ, উপাধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান মোল্যা, বিএম হোসেন আলী, থান্দার রবিউল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তথ্যপ্রযুক্তির অপব্যবহাররোধ এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান। উল্লেখ্য, কলেজের অধ্যক্ষ শেখ ফারুক আহমদ অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে দীর্ঘদিন যাবৎ কলেজ পরিচালনা করে আসছেন। নবীন বরনকে কেন্দ্র করে কলেজের শিক্ষকদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বরন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।