ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ
নিখোঁজ সংবাদ

বরগুনায় রুহুল আমিন ওরফে বাবুল নামে এক কিশোর নিখোঁজ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: || ৬:৪৮ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ২, ২০২৩

বরগুনায় মোহাম্মদ রুহুল আমিন ওরফে বাবুল নামের ১৬ বছর বয়সের এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।এ ঘটনায় ১ ফেব্রুয়ারী বুধবার বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ রুহুল আমিন ওরফে বাবুল এর বাবা বশির মিয়া। তার ডায়েরী নং ৩৩ ডায়েরী সূত্রে জানাগেছে, বরগুনা পৌরসভার ৫নং ওয়ার্ড ব্যাংক কলোনি এলাকার বশির মিয়ার ছেলে রুহুল আমিন ওরফে বাবুল (১৬) সে বরগুনা দারুল তাকওয়া মডেল মাদ্রাসা হাফেজীতে পড়াশোনা করে। সে অত্যন্ত সহজ সরল ভদ্র ও মার্জিত স্বভাবের। গত ৩১ শে জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে সময় বরগুনা ব্যাংক কলোনির আমার ভাড়া বাসা থেকে মাদ্রাসায় যায় । পরে খোঁজ-খবর নিয়ে জানতে পারি যে সে মাদ্রাসায় যায়নি। আমার ছেলে কোন মোবাইল ফোন ব্যবহার করে না। আত্মীয় স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করিয়া আমার ছেলে সন্ধান পাওয়া যায়নি। তার হালকা-পাতলা গরন, গোলগাল মুখমন্ডল ,উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, পরনে ছিল আকাশি রংয়ের পাঞ্জাবী ও পায়জামা এবং মাথায় ছিল সাদা রঙের গোল টুপি ।
ছেলেটির বাবা বশির মিয়া সাংবাদিকদের বলেন, আমার ছেলে বাসা থেকে অজ্ঞাত কারণে নিজ বাসায় তালা দিয়ে চাবিগুলো পাশের বাসায় রেখে নিখোঁজ হয়। এখনো পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। সে বরগুনা দারুন তাকওয়া মডেল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। মোবাইল নাম্বার ০১৭১৪৭২২৬৬১ ও ০১৭৮৩৯৯০৮০৮।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com