জামালপুরের দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের সহযোগিতায় বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে পৌর শহরে বানিয়ানীরচর পশ্চিমপাড়া স্কুল ক্যাম্পাসে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহসানুল হাবিব ও দেওয়ানগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়কৃষ্ণ সরকার ও সাংবাদিক খাদেমুল ইসলামসহ সুধী বৃন্দ।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তোলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান হোসেন বিজলী।