নাটোরের লালপুর উপজেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি।। || ১১:০২ অপরাহ্ণ ॥ ফেব্রুয়ারি ১, ২০২৩
নাটোরের লালপুর উপজেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে লালপুর উপজেলা অডিটরিয়ামে লালপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম রমজান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। কর্মী সমাবেশে উদ্বোধনকে বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও প্রধান বক্তার বক্তব্য রাখেন শরিফুল ইসলাম শাহীন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর সভার মেয়র রুকসানা মোর্তজা লিলি সহ লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভাপতি , সাধারণ সম্পাদক গণ ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমূখ।