ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

মাদারীপুর জেলার শিবচরে ১৫শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’। দেশের সর্বপ্রথম ফ্রন্টিয়ার প্রযুক্তিভিত্তিক বিশেষায়িত ও ডেডিকেটেড একাডেমিক ইন্সটিটিউশন হচ্ছে এই প্রতিষ্ঠানটি। মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুরের ইউনিয়নে ৭০ একর জমিতে শেখ হাসিনা ইন্সটিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি ভিত্তি স্পাপন করার পরে সাংবাদিকদের সামনে একথা বলেন।
তিনি আরো বলেন বিকেএসপি থেকে যেমন বিশ্বজয়ী খেলোয়ার সাকিব আল হাসান তৈরি হয়েছে’ একইরকম ভাবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে আমাদের শেখ হাসিনা ইন্সটিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি থেকে। শিফট হবে আমাদের বাংলাদেশের এমআইটি।

তিনি আরও বলেন, উদ্ভাবনী এই টেকনোলজি পার্ক আমারা তৈরি করছি, যেখানে একটি একাডেমি হবে শেখ হাসিনা ইন্সটিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, একটি বিজনেস এরিয়া থাকবে, পাশাপাশি ৪১সাল কে স্বরণী করে রাখতে ২০ একর জমি রেখে দিয়েছি সংরক্ষিত, যেখানে ভিশন ২০৪১ সালের ৪১তলা বিশিষ্ট একটি টাওয়ার এখানে নির্মান করা হবে।

এসময় উপস্থিত চিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নুরে ই আলম চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ একাধিক সংসদ সদস্য ও বাংলাদেশে হাই-টেক পার্কের কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com