পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
সামসউদ্দীন চৌধুরী কালাম || ১০:২৬ অপরাহ্ণ ॥ জানুয়ারি ৩১, ২০২৩
পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ উৎসব মুখর পরিবেশে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জান্নাতারা বেগম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষার্থী অভিভাবকগন উপস্থিত ছিলেন।
জেলায় মোট প্রাথমিক বিদ্যলয় ৬৬৪টি। প্রতিটি বিদ্যালয় থেকে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে অংশ নেবে।