নীলফামারীর ডিমলা প্রেসক্লাবের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। নানা আয়োজনের মধ্যদিয়ে ৩১ জানুয়ারি ওই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
সকালে ডিমলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় থেকে বের করা একটি বর্ণাঢ্য র্যালী। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়। এরপর ক্লাবে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন।
সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এ সময় বক্তব্য বলেন
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ডিমলা শাখার সভাপতি সরদার ফজলুল হক, সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম সুজন, ডিমলা রিপোটার্স ইউনিটির সভাপতি বাদশা সেকেন্দার ভূট্টু, রিপোটার্স ক্লাব এর সহ সভাপতি বাসুদেব রায়সহ
অনেকে।
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ। রাতে ডিমলা প্রেসক্লাব চত্তরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।