ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

শ্রীমঙ্গলে ‘আলোয় আলো’ প্রকল্পের কর্মশালা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ১:৫৭ অপরাহ্ণ ॥ জানুয়ারি ৩০, ২০২৩

শ্রীমঙ্গলে বেসরকরি সংস্হা আলোয় আলো প্রকল্পের দিনব্যাপী কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে। স্হানীয় ব্রাক লার্নিং সেন্টারে আজ সোমবার সকাল ৯ টা থেকে এ কর্মশালা শুরু হয়।

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স ( আইডিয়া) এর ব্যবস্হাপনায়, এডুকো বাংলাদেশের সহযোগীতায় ও চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এ কর্মশালা অনু্ষ্ঠিত হয়।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন এডুকো বাংলাদেশের আলোয় আলো প্রকল্পের প্রকল্প ব্যবস্হাপক মো. শরিফুল আলম, প্রকল্প সমন্বয়কারি মো. আমিনুর রহমান, প্রকল্প কর্মকর্তা মো. কবীর হোসেন ও প্রকল্প কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

কর্মশালায় চা-বাগান পঞ্চায়েত প্রতিনিধি, বিভিন্ন চা-বাগানে প্রচলিত ভাষার ওপর দক্ষ ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ প্রায় ৩৩ জন ব্যক্তি অংশগ্রহন করেন।

কর্মশালায় চা-বাগানের শিশুদের শিক্ষা উপযোগী স্হানীয় ভাষায় ছড়া, কবিতা, গান, গল্প তৈরি নিয়ে এ কর্মশালা অনু্ষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: