নীলফামারী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ২৯ জানুয়ারী ওই নির্বাচনে এ্যাডঃ মমতাজুল হক পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নতুন মুখ এ্যাডঃ অক্ষয় কুমার রায় নির্বাচিত। নির্বাচনে ১৪ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেন ২৮ জন।
নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন এ্যাডঃ আবু আহমেদ নুরুল জাকী। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহসভাপতি পদে নির্বাচিত হন আজাহারুল ইসলাম। সহ সাধারণ সম্পাদক পদে কাজী ফয়েজ উলউল হক শিশির,অর্থ সম্পাদক পদে কামরুজ্জামান শাসন,লাইব্রেরী সম্পাদক গোলাম মোস্তফা ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সায়েম আফরিদ মুমু নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্যরা হলেন এ বি এম জিকরুল হক বরকত, মুজাক্কির বিন মর্তুজা,জুলফিকার আলি ভুট্টু, আবু সায়েম চৌধুরী,আল বরকত হোসেইন,বাবু সুজয় চন্দ্র রায় ও সামসুজ্জোহা।প্রিজাইডিং অফিসার ছিলেন আশরাফুল আরেফিন চৌধুরী। সহকারী ছিলেন বাবু অসিত কুমার। রিটার্নিং অফিসার জানান, সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ২০৩ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ১৯৯ জন। ১ ভোট বাতিল করা হয়।