নাটোরে আগুনে পুড়ে গেছে ৫টি পরিবারের বাড়ি ঘরসহ সমস্ত মালামাল

নাটোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ৫টি পরিবারের বাড়ি ঘরসহ সমস্ত মালামালপুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে শহরতলীর বড়হরিশপুর পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকতার হোসেন জানায়, দুপুরে কাঁচামাল ব্যবসায়ী সেন্টু হোসেনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দ্রুতই আগুন পাশে থাকা অপর তিন ভাই আনোয়ার, মজনু ও আতোয়ারসহ তাদের বাবার বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে যায় নগদ ৯ লাখ টাকা, মোটর সাইকেল, ফ্রীজ, খাট, আসবাসসহ ৫ পরিবারের সব কিছু। এতে প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *