নড়াইলের লোহাগড়ার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান তাপস। জানা গেছে, সোমবার(৩০ জানুয়ারি) সকালে ও গত শুক্রবার ইতনা ইউনিয়নের লংকারচর ও ডিগ্রীরচর গ্রামে সাধারণ মানুষকে সাথে নিয়ে মধুমতি নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও বর্তমান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান তাপস। পরিদর্শন শেষে তিনি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ নানা সহযোগিতা দেন।
এসময় স্থানীয় ইউপি মেম্বর মোঃ ইলিয়াস মোল্যা, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি শিমুল হাসান সহ গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান তাপস করোনাকালে দরিদ্রদের খাদ্য সরবরাহ, মাস্ক, স্যানিটাইজার সহ নানা সহযোগিতা করেছিলেন। প্রতিবছর শীতার্ত ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করে থাকেন।