“সন্তান আপনার সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের”সেই প্রতিশ্রুতি কে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালার হাট আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষকগণের দায়িত্ব ও অভিভাবক গণের ভূমিকা শীর্ষক মতবিনিময় ও অভিভাবক সমাবেশ২০২৩অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) সকালে অত্র কলেজ মাঠে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকারের আয়োজনে, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায়, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জনাব প্রভাষক মিজানুর রহমান এর সভাপতিত্বে, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জনাব আহাম্মদ আলী পোদ্দার রতন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিঠু, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য মোঃ জয়নাল আবেদীন মাষ্টার,ডাঃ ইয়াকুব আলী, সিনিয়র সহকারী শিক্ষক আতাউর রহমান রতন, প্রমূখ।