নীলফামারী ডোমার থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে নেশাজাতীয় ট্যাবলেট টাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। সাথে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রাখায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন ডোমার উপজেলার বেতগাড়ার মোঃ সামছুল হকের ছেলে মো: সামিউল ইসলাম (২১) এবং চিকনমাটি (পাঠানপাড়া) মোঃ সফিয়ার রহমানের ছেলে মো: রাব্বি ইসলাম (২৫)।
২৮ জানুয়ারী ডোমার থানাধীন বোড়াগাড়ি ইউনিয়নের
মাহিগঞ্জ বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় সামিউল এর কাছ থেকে ৪০ পিছ এবং রাব্বির কাছ থেকে ৩০ পিছ নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ডোমার থানায় মামলা হয়েছে। পরদিন তাদের আদালতে প্রেরণ করা হয়।