ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নীলফামারীতে “এক্সেল রোড কন্ট্রোল স্টেশন” স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

ওবায়দুল ইসলাম, নীলফামারী ঃ || ৯:৩৬ অপরাহ্ণ ॥ জানুয়ারি ২৯, ২০২৩

নীলফামারী সদরে সংগলশী ইউনিয়নে শিমূলতলা বাজার। পাশে কাদিখোল, সুবর্ণখুলী এবং ছোট সংগলশী এলাকা। এখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান,বসতবাড়ি, কবরস্থান, বাজার,ঈদগাহ। ওই সকল স্থাপনা উচ্ছেদ এবং তিন ফসলী আবাদি জমি নষ্ট করে এক্সেল রোড কন্ট্রোল স্টেশন”স্থাপন করা যাবে না। তাই এটি স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

২৯ জানুয়ারী সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের পাশে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সূবর্ণখুলী শিমূলতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক আলাউদ্দিন, সিমূলতলা বাজার কমিটির সভাপতি আব্দুস সামাদ,আব্দুল আজিজ, কফিল উদ্দিন,সেরাজুল হক, সূবর্ণখুলী শিমূলতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র -ছাত্রী, দোকানদারসহ অনেকে।
এ সময় বক্তরা বলেন, এক্সেল রোড কন্ট্রোল স্টেশন” স্থাপন হলে, স্কুল, বাজার,কবরস্থান, বসতবাড়ি উচ্ছেদ ও আবাদি জমি নষ্ট হবে এবং আমাদের ব্যাপক ক্ষতি হবে। তাই এটি স্থাপন করা থেকে বিরত থাকতে হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক