ঢাকা বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

জামালপুরে পাবলিক লাইব্রেরীর দাবীতে মানববন্ধন

ওসমান হারুনী,জামালপুর || ৯:১৩ অপরাহ্ণ ॥ জানুয়ারি ২৯, ২০২৩

জামালপুরে পাবলিক লাইব্রেরীকে পাঠোপযোগী ও আধুনিক তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৯(জানুয়ারি)শহরের বকুলতলাস্থ জামালপুর পাবলিক লাইব্রেরীর সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, কবি আলী জহির, সমাজকর্মী আমীর উদ্দিনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন জেলার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান জামালপুর পাবলিক লাইব্রেরীটি কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গত কয়েকমাস ধরে বন্ধ রয়েছে।এতে করে মূল্যবান বই ও আসবাবপত্র অযতœ অবহেলায় নষ্ট হতে চলেছে। লাইব্রেরীটিকে পাঠ উপযোগী পরিবেশ ও আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ করে পুনরুজ্জীবিত করার দাবী জানানো হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক