জামালপুরে পাবলিক লাইব্রেরীর দাবীতে মানববন্ধন

জামালপুরে পাবলিক লাইব্রেরীকে পাঠোপযোগী ও আধুনিক তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৯(জানুয়ারি)শহরের বকুলতলাস্থ জামালপুর পাবলিক লাইব্রেরীর সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, কবি আলী জহির, সমাজকর্মী আমীর উদ্দিনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন জেলার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান জামালপুর পাবলিক লাইব্রেরীটি কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গত কয়েকমাস ধরে বন্ধ রয়েছে।এতে করে মূল্যবান বই ও আসবাবপত্র অযতœ অবহেলায় নষ্ট হতে চলেছে। লাইব্রেরীটিকে পাঠ উপযোগী পরিবেশ ও আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ করে পুনরুজ্জীবিত করার দাবী জানানো হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *