পটুয়াখালীর বাউফল-২আসনের সংসদ সদস্য,সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ বলেছেন,‘উচ্চ আদালত তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। দেশে তত্ত¡াবধায়ক সরকারের নামে সামরিক জান্তা সরকার আসার কোনো সুযোগ নেই। এই মুহুর্তে বিএনপির তত্ত¡াবধায়ক সরকারের দাবী অযৌক্তিক। আজ শনিবার (২৮ জানুয়ারি) সকালে বাউফলের নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নওমালা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আ.স.ম ফিরোজ এমপি বলেন,‘বিশ্বের উন্নত দেশে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয়। এদেশেও আগামী সংসদ নির্বাচন আওয়ামীলীগ সরকারের অধীনেই হবে। নির্বাচন কমিশন ও প্রশাসন সুষ্ঠু, অবাধ,নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। আগামী সংসদ নির্বাচনের জন্য সকল নেতা কর্মীদের প্রস্তত থাকার আহবান জানান।
নওমালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড.কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান,উপজেলাআ’লীগের সহসভাপতি অ্যাড. মফিজুর রহমান.উপজেলা সিনিয়র যুগ্ন সম্পাদক আনিচুর রহমান,সদস্য অ্যাড,আবুল কাশেম,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এসএম ফয়সাল আহম্মেদ,ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি নাসির উদ্দিন ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।