গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

এসময় সমাধি স্থান থেকে তাদেরকে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “আমরা সবাই মুজিব সেনা, নেত্রী মোদের শেখ হাসিনা”সহ আরও অনেক স্লোগান দিতে শোনা যায়।তাদের অনেককেই কালো কাপড় পরেছেন। কেউ কেউ মাথায়ও কালো কাপড় বেঁধে রাখেন আবার কেউ বুকে কালো ব্যাস ধারন করেছেন।

প্রসঙ্গত,ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়ে গোপনে দেশ ত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা । ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এরপর থেকে সারা দেশে ঘা ঢাকা দিয়েছেন তারা। এছড়া সারাদেশ আর কোথাও শোক দিবস পালন করতে দেখা যায়নি

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *