চীনে শপিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৬

চীনে একটি শপিং সেন্টারে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি বহুতল ভবনে এই ঘটনা ঘটে।বৃহস্পতিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চায়না ডেইলি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিচুয়ান প্রদেশের জিগং হাই-টেক জোনের জিউডিং ডিপার্টমেন্ট স্টোরে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। আগুন ছড়িয়ে পড়ায় শপিং সেন্টারে অনেকে আটকা পড়েন।

জিগং হাই-টেক জোনের ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ব্যুরো জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাত ৩টায় ভোররাত ৩টায় উদ্ধার কাজ শেষ হয়েছে। আটকা পড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে নির্মাণকাজ থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে আরও তদন্ত করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *