ভালুকায় বীরমুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি - || ১১:২৯ অপরাহ্ণ ॥ অক্টোবর ১, ২০২৩
ময়মনসিংহের ভালুকায় রবিবার (১অক্টোবর) বিকালে মুক্তিযুদ্ধে আফসার বাহিনীর প্রতিষ্ঠাতা ও অধিনায়ক, সাব-সেক্টর কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিন আহমেদ’র ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভালুকা উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের চীফহুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেন, আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই ষড়যন্ত্র করা হয়। এই ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, আজকে আপনারা মান বাধিকারের কথা বলেন, যেদিন শিশু শেখ রাসেলকে হত্যা করা হলো, যখন শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করা হলো তখন কোথায় ছিলো মানবাধিকার।
বীর মুক্তিযোদ্ধা আফসার স্মৃতি সংসদ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আফসার স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম মিয়া চান এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু সংরক্ষিত নারী সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ,ভালুকা পৌরসভার মেয়র ডা.একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম,ভালুকা উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, শাহাদাত ইসলাম চৌধুরী মিন্টু,অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব।