ভালুকায় সরকারের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বর্তমান সরকারের উন্নয়নকে তুলে ধরে ভালুকায় মঙ্গলবার সন্ধ‌্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামীগ নেতা মো: আব্দুর র‌শিদ এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, উপজেলা কৃষকলী‌গ সভাপ‌তি আহসান হাবীব মহন,ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাহবুবুল আলম বাচ্চু, কৃষকলী‌গ ভালুকা শাখার সভাপ‌তি আহসান হাবীব, মু‌ক্তি‌যোদ্ধা সন্তান সংস‌দ ভালুকা শাখার সভাপ‌তি আলহাজ্ব নু‌রে আলম সিদ্দিকী স্বপন ও সাধারন সম্পাদক ম‌নিরুজ্জামান ম‌নির, ম‌ল্লিকবাড়ী ইউ‌নিয়‌নের যুবলী‌গের সভাপতি হা‌বিবুল্লাহ সবুজ, ভালুকা উপ‌জেলা শাখা স্বেচ্ছা‌সেবক লী‌গের ধর্ম‌বিষয়ক সম্পাদক হোসাইন মো: রা‌জিব, ইউ‌পি সদস‌্য আতিকুল ইসলাম, ওয়ার্ড শ্রমিকলীগের সভাপ‌তি নাজমুল ইসলাম, ইউ‌পি সদস‌্য মোস্তফা ভু্ইয়া, ওয়ার্ড যুবলীগ সভাপ‌তি ইব্রা‌হিম ফ‌কির প্রমুখ।
সঞ্চালনায় ছি‌লেন প্রভাষক খসরু মো: র‌নি প্রমুখ। এসময় বক্তারা বর্তমান সরকা‌রের বি‌ভিন্ন উন্নয়‌নের কথা জনগ‌ণের সাম‌নে তু‌লে ধ‌রেন এবং আবারও নৌকা প্রতি‌কে ভোট দি‌য়ে বঙ্গবন্ধু কন‌্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে দে‌শের উন্নয়ন করার সু‌যোগ দেয়ার আহবান জানান।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *