বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন’ ¯েøাগানে পঞ্চগড়ে সপ্তাহব্যাপী শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, ফেডারেশনের কোচ আশরাফুল আলম মাসুম, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় স্কেটিং ক্লাবের পরিচালক হাবিবুর রহমান হাবিব। রোলার স্কেটিংয়ে ১৫০ জন ছেলে ও মেয়ে এবং রৌপ স্কিপিংয়ে ১০০ জন মেয়ে অংশ নিচ্ছে।