ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

তেঁতুলিয়ায় দুই দিনব্যাপি বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু

পঞ্চগড় প্রতিনিধি || ৫:৪০ অপরাহ্ণ ॥ আগস্ট ২৩, ২০২৩

পঞ্চগড়ের দেবনগরে দুই দিনব্যাপি বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু হয়েছে। তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকার করতোয়া সোলার লিমিটেড ওই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। গতকাল বুধবার সকালে শুরু হওয়া ওই স্বাস্থ্য ক্যাম্পে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজীব হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম চিকিৎসাসেবা প্রদান করছেন। স্বাস্থ্যসেবার পাশাপাশি তারা রোগীদের বিনামূল্যে বিভিন্ন প্রকার ওষুধও প্রদান করেছেন। আজ বৃহষ্পতিবার বিকেল পর্যন্ত এই স্বাস্থ্যক্যাম্প চালু থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেবনগর ইউনিয়নের শেখগছ এলাকার রনজিনা বেগম বলেন, এলাকায় মাইকিং শুনে কোমরের ব্যাথা নিয়ে চিকিৎসা ক্যাম্পে এসেছিলাম। এখানে ডাক্তার দেখে ওষুধ লিখে দিয়েছেন এবং সেই ওষুধও বিনামুল্যে পেয়েছি।
করতোয়া সোলার লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ মো. জাকির হোসেন বলেন, দুই দিনব্যাপি বিনামূল্যে এই স্বাস্থ্য ক্যাম্পে দুই হাজারের বেশি স্থানীয় মানুষকে চিকিৎসাসেবা প্রদানের আশা করা হচ্ছে। এদের স্বাস্থ্যসেবার পাশাপাশি বিনামুল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। #

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com