মতলব উত্তরে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ উঠান বৈঠক
সুমন আহমেদ : || ৮:২১ অপরাহ্ণ ॥ আগস্ট ২২, ২০২৩
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, জাতীয় মহিলা সংস্থা ও তথ্য সেবা কেন্দ্রের উদ্যেগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত (২২ আগষ্ট) মঙ্গলবার মতলব উত্তর উপজেলা অডিটোরিয়াম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড.নুরুল আমিন রুহুল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও তথ্য সেবা কর্মকর্তা নাছিমা আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আলা উদ্দিন সরকার, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নুর মোহাম্মদ, জেলা ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী মাসুদ, উপজেলা যুবলীগ নেতা আশরাফুল আলম মিলন মুন্সী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নুরনবী খান, নারী উদ্যেক্তা রহিমা আক্তার।