শ্রীমঙ্গলের বাইক্কা বিলে ৩০০টি মাছ ধরার ফাঁদ জব্দ

শ্রীমঙ্গলের প্রসিদ্ধ বাইক্কা বিলে পোনা মাছ শিকার বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

বাইক্কা বিল এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩০০টি ফিক্সড ইঞ্জিন (যা স্থানীয়ভাবে কিরন মালা নামে পরিচিত এক ধরনের মাছ ধরার ফাঁদ) জব্দ করা হয়। পরে ফাঁদগুলোকে বাইক্কা বিলের পাড়ে ধংশ করা হয়।

অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার। এ সময় তার সাথে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার জানান, বাইক্কা বিলে পোনা মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *