বকশীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে নাশকতার পরিকল্পনার অভিযোগে চারজন গ্রেপ্তার

জামালপুরের বকশীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও ও নাশকতার পরিকল্পনার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ আগস্ট) রাত সাড়ে ১২ টায় নিলাখিয়া ইউনিয়নের আর.জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো নিলাখিয়া পশ্চিম পাড়া এলাকার মৃত সিপার উদ্দিনের ছেলে মইজদ্দিন (৬০), আব্দুস ছালামের ছেলে আসলাম মিয়া (৫৫), মমতাজ উদ্দিনের ছেলে উকিল উদ্দিন (৪০) ও উত্তর পাড়া এলাকার মনতাজল হকের ছেলে মাহবুব আলম (৩৫)।
খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস ধরে বকশীগঞ্জ উপজেলার তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। চাহিদার চেয়ে বিদ্যুতের সরবরাহ কম থাকায় সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির। কিন্তু নিলাখিয়া ইউনিয়নের কিছু ব্যক্তি নিরবিচ্ছিন্ন সরবরাহের দাবিতে বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করার পরিকল্পনা করেন।
পরিকল্পনার খবর পেয়ে রাতে বকশীগঞ্জ থানা পুলিশের আভিযানিক দল নিলাখিয়া ইউনিয়নের আর.জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পরিকল্পনার সময় চার জনকে গ্রেপ্তার করেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, বিদ্যুৎ অফিস ঘেরাও ও নাশকতার পরিকল্পনা করায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এঘটনায় বকশীগঞ্জ থানায় নাশকতার অভিযোগে ২৪ জনকে নামীয় ও অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (২ আগস্ট) বিকালে গ্রেপ্তারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *