ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বকশীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহজাহান পারভেজ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি || ৯:৫১ অপরাহ্ণ ॥ জুলাই ৩১, ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা শেখ মুজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট (বালিকা) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট দুটি অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে (বালক দল) মেরুরচর উত্তরপাড়া দেলওয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৪-১ গোলে বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেন এবং বঙ্গমাতা শেখ মুজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে (বালিকা দল) খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চরকাউরিয়া খামার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেন। টুর্নামেন্ট শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণকালে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান মো. রেজাউল করিম, সহকারী শিক্ষা অফিসার মো. ফরিদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক খন্দকার আতাবুজ্জামান হেলাল সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com