ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, খেলাধুলার ব্যাপক প্রসারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। “স্থানীয় খেলাধুলার ওপর আরও গুরুত্ব আরোপ করা প্রয়োজন যাতে এসব খেলাধুলার চর্চা বৃদ্ধি পায়। দেশের নতুন প্রজন্মের শিশুরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, ব্যায়াম এবং সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়োজিত রাখার প্রচেষ্টা চালাচ্ছে সরকার। নাটোর সদর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ৫ কোটি ১৩ লাখ ৫ হাজার ৭৫০ টাকা ব্যয়ে শহরের কানাইখালী এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আজ সোমবার দুপুরে শহরের কানাইখালি পুরাতন মাঠে এই শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া, পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তা বৃন্দ। পরে জেলা পরিষদ অনিমা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com