পঞ্চগড়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা
পঞ্চগড়ে প্রতিনিধি || ৯:৪৮ অপরাহ্ণ ॥ জুলাই ২৪, ২০২৩
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে মৎস্য অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের। জেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ও প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ। বক্তব্য দেন মৎস্যজীবী মো. ইব্রাহিম, মৎস্যচাষী ফরিদ হোসেন, মৎস্য খাদ্য বিক্রেতা প্রদীপ কুমার ঘোষ প্রমূখ।
সভায় জানানো হয়, পঞ্চগড় জেলায় বার্ষিক মাছের চাহিদা ২৩ হাজার মেট্রিক টন। আর বছরে উৎপাদন হয় ১৯ হাজার মেট্রিক টন। ঘাটতি চার হাজার মেট্রিক টন। জেলা মৎস্য বিভাগ মাছের উৎপাদন বাড়াতে মৎস্যচাষিদের জন্য বিশেষ পরামর্শ সেবা প্রদান ও প্রশিক্ষণ প্রদান, দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ে মাছ চাষে সফল চাষি ও উদ্যোক্তাদের পুরস্কৃত করাসহ বিভিন্ন কর্মসুচি পালন করছেন। সভায় মৎস্যচাষী ও মৎস্যজীবীরা জেলায় আধুনিক মানের হ্যাচারী স্থাপন ও মৎস্য খাদ্যের মূল্য কমানোর দাবি জানান। সভায় মৎস্য চাষী, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, মৎস্য খাদ্য ব্যবসায়ীসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।