ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

সুন্দরবনে অবৈধ ভাবে মাছ আহরণের ৬টি ট্রলারসহ ২৯ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি ।। || ৮:৩৬ অপরাহ্ণ ॥ জুলাই ২৩, ২০২৩

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জে আহরণ নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ শিকারের অপরাধে ৬টি ইঞ্জিন চালিত ফিশিং ট্রলার, মাছ ধরা জালসহ ২৯ জেলেকে আটক করেছে বনরক্ষীরা।

শনিবার ভোরে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় সুন্দরবনের শ্যালার চর ও দুবলার চর এলাকার নদী ও খাল থেকে ট্রলারসহ এসব জেলেকে আটক করা হয়েছে। আটক এসব জেলেদের সোমবার বন আইনে মামলা দিয়ে বাগেরহাট কারাগারে পাঠানো হবে। তবে, স্মার্ট পেট্রোলিং টিমটি মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় আটক ৬টি ফিশিং ট্রলার ও জেলেদের নাম পরিচয় জানাতে পারেনি সুন্দরবন বিভাগ।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারি বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান এতথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনের বন্যপ্রানী ও মাছের প্রজনন মৌসুমে ওয়ার্ড হ্যারিটেজ ম্যানগ্রোভ বনে ২১ জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত সকল ধরনের প্রবেশ ও মাছ আহরণ নিষিদ্ধ করে টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা নিয়মিত টহলের সময় শ্যালার চর ও দুবলার চর এলাকার নদী ও খাল থেকে বরগুনার পাথরঘাটা এলাকার গভীর সমুদ্রে মাছধরার উপযোগী একটিসহ ৬টি মাছধরা ট্রলার, মাছ ধরা জালসহ ২৯ জেলেকে আটক করেছে বনক্ষীরা। আটক এসব জেলেদের ফিশিং ট্রলারসহ শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হচ্ছে। বন আইনে মামলা দিয়ে সোমবার সকালে আটক জেলেদের শরণখোলা থেকে বাগেরহাট বন আদালতে পাঠানো হবে বলেও জানান এই বন কর্মকর্তা।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com