সারাদেশের মত পঞ্চগড়েও জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন। বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন বাবু, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ প্রমূখ। একই সাথে জেলা ও বিভিন্ন উপজেলায় র্যালী ও আলোচনার সভার মাধ্যমে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।