বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি || ১০:০৩ অপরাহ্ণ ॥ জুলাই ২০, ২০২৩
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাটহাটি এলাকায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে), ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এসইউজে), ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের যৌথ আয়োজনে এই সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে-এর সভাপতি ওমর ফারুক, এছাড়াও বিএফইউজে-এর সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামালসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ সময় বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক নাদিম হত্যার মূল পরিকল্পনাকারী, যারা হত্যাকান্ডের নেপথ্যে ছিল, যারা ইন্ধনদাতা তাদের নাম নতুন করে মামলায় অন্তর্ভুক্ত করার দাবী জানান। তাছাড়া মামলার এজাহারভুক্ত ২২ আসামীর মধ্যে মাত্র ৫ জন গ্রেফতার হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে বাকী ১৭ আসামীর গ্রেফতারের জোর দাবী জানান। সমাবেশে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতারা এর আগে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের গ্রামের বাড়ি বকশীগঞ্জ উপজেলার গোমেরচরে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও নাদিমের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, গত ১৪ জুন বুধবার রাতে বকশীগঞ্জে বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ১৫ জুন বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মারা যান তিনি। ১৬ জুন শুক্রবার উপজেলার নিলক্ষিয়া গোমেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে নাদিমকে সমাহিত করা হয়। ১৭ জুন শনিবার নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামী করে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।