লালমনিরহাটে বাড়িসহ ৬ দোকান আগুনে পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
লালমনিরহাট প্রতিনিধি।। || ৬:০৫ অপরাহ্ণ ॥ জুলাই ১৪, ২০২৩
লালমনিরহাটের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি দোকান ও দোকানের সাথে তিনটি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দুইকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে আলোরুপা মোড় এলাকার একটি মার্কেটে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, আবহাওয়া খারাপ থাকায় রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের আলোরুপা মোড় মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়। পরে রাত ১১টার দিকে ওই মার্কেটের একটি মটরসাইকেল পার্টস এর দোকানে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে আশপাশের দোকান ও দোকানের পিছনে কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় ও আশপাশের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে লালমনিরহাট ও আদিতমারী উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মটরসাইকেল পার্টস এর লালমনি জেনারল স্টোরের মালিক রুহুল আমিন বাদল জানান, চোখের সামনেই মুহূর্তের মধ্যে আগুনে দোকানের সব মালামাল পুড়ে গেছে। আগুনে তার প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। এছাড়াও দোকানের পিছনেই তার বাড়ি ছিল। সেখানেও আগুন ছড়িয়ে বাড়ির সব পুড়ে ছাই হয়ে গেছে।
স্টার গ্যালারী ফার্নিচার দোকানের মালিক জানান, তার দোকানে কিছু দামী ফার্নিচার ও কিছু নগদ টাকা ছিল। আকশ্মিক আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। আগুনে পুড়ে তার দোকানের প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আর্ট স্কোপ দোকানের মালিক সাইদুল ইসলাম জানান, কিছু মেশিনারিজ জিনিস সহ প্রায় ৪০ লক্ষ টাকা মালামাল পুড়ে গেছে। দোকানের পিছনে তার বাড়িতেও আগুন লেগে সব পুড়ে গেছে।
লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মোঃ ওয়াদুদ হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করেছি। ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনি কিছু বলা যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে এ ব্যাপারে জানা যাবে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে তিনি জানান।