শ্রীমঙ্গলে লেবুজাতীয় ফসলের ৬০টি প্রদর্শণী প্লট স্হাপনে চারা বিতরন

শ্রীমঙ্গলে লেবুজাতীয় ফসলের সম্প্রসারন, ব্যবস্হাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় একক ও মিশ্র ফল বাগানের প্রদর্শণী প্লট স্হাপন কার্যক্রম শুরু হয়েছে ।

বুধবার শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের কার্যালয়ে আনুষ্ঠানিক প্রদর্শণী প্লটের কৃষকদের মাঝে বিভিন্ন জাতের চারা বিতরন করা হয়। লেবুজাতীয় ফসলের চারার মধ্যে রয়েছে কমলা, মাল্টা, সিডলেস লেবু, জারা লেবু, চায়না লেবু, কাগজী লেবু, সাতকরা প্রভৃতি।

সকাল ১১ টায় শ্রীমঙ্গল কৃষি কার্যালয় প্রাঙ্গনে কৃষকদের মাঝে চারা বিতরন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন। এ সময় উপস্হিত ছিলেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুমা পাল প্রমুখ।

কৃষি অফিস সুত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়নে লেবুজাতীয় ফসলের প্রদর্শণী প্লট স্হাপনের জন্য প্রথমে কৃষক নির্বাচন করা হয়। পরে মাটি পরিক্ষা করে সে অনুযায়ী সার, কীটনাশক, স্প্রে মেশিন, সাইনবোর্ড, সিকেচার, বাডিং নাইফ বিনামুল্যে প্রদান করা হয়। সর্বশেষ আজ কৃষকদের মাঝে ৬০ টি প্রদর্শণী প্লটের জন্য ২ হাজার ১৯০টি বিভিন্ন জাতের চারা বিতরন করা হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *