ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নীলফামারীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

ওবায়দুল ইসলাম নীলফামারী প্রতিনিধি ঃ || ৯:৪৫ অপরাহ্ণ ॥ জুলাই ৫, ২০২৩

নীলফামারীতে বজ্রপাতে বিকাশ চন্দ্র বর্মন (৩৫) নামের এক কৃষক মারা গেছে।
এটি ঘটেছে বুধবার ৫ জুলাই নীলফামারী সদর উপজেলার চাপড়া সরনজানী ইউনিয়নের লতিফ চাপড়া গ্রামে । সে ওই গ্রামের মৃতকান্দুরা বর্মনের পুত্র।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বজ্রপাতে কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, দুপুরে প্রচন্ড বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় জমিতে কয়েকজন কৃষক আমনের চারা রোপন করছিল। কৃষক বিকাশ চন্দ্র বর্মন জমির পাশে রাখা আমন ধানের চারা আনতে গেলে সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে।ওই বজ্রপাতে তার শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে ওই এলাকার ইউপি সদস্য আব্দুল্লাহ জানান,বিকাশ বজ্রপাতে মারা গেলেও অপর কয়েকজন কৃষক ভাগ্যক্রমে বেঁচে যায়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com