নীলফামারীতে শপথ গ্রহণ করলেন চাঁদখানা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। ৫ জুলাই বুধবার জেলা প্রশাসক পঙ্কোজ ঘোষ ওই শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য, কিশোরগঞ্জ উপজেলার ৫নং চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজার রহমান মৃত্যুবরণ করলে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদটি শুণ্য হয়। নির্ধারিত সময়ে দেয়া হয় উপ নির্বাচিত। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোট পেয়ে নৌকা প্রতিক নিয়ে জয়লাভ করে মোঃ মোস্তাফিজার রহমান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন ছিল। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক পঙ্কোজ ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মোঃ সাইফুর রহমান, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুলসহ চাঁদখানা ইউনিয়নের সর্বস্তরের জনগণ। জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
শপথ গ্রহণের পর চেয়ারম্যান তাঁর দায়িত্ব পালনে ইউনিয়নবাসীসহ সকলের সহযেগিতা প্রত্যাশা করেন।