নড়াইল-২ আসনে গণসংযোগ করছেন জেপি নেত্রী পারভীন
নড়াইল প্রতিনিধি || ৯:৪০ অপরাহ্ণ ॥ জুলাই ৫, ২০২৩
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-(লোহাগড়া)-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম আরা পারভীন ঈদ উল আযহা পরবর্তী সপ্তাহ ব্যাপী লোহাগড়া উপজেলাসহ নড়াইল সদর উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন।
সূত্র জানায়, শামীম আরা পারভীন (লিচু) খুলনা মহানগর মহিলা জাতীয় পাটির্র(জেপি) সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি গণসংযোগের পাশাপাশি লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। বৃহস্পতিবার(৭ জুলাই) শামীম আরা পারভীন (লিচু) বলেন, জাতীয় পার্টির উপর সাধারণ মানুষের আস্থা রয়েছে। নলদী. মিঠাপুর, রামপুর, রাজুপুর, লক্ষীপাশা, নড়াইল পৌর এলাকার বিভিন্ন গ্রামের মানুষের সাথে কথা বলেছি। এলাকার উন্নয়নে কাজ করতে চাই। উল্লেখ্য, তিনি নারী উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। গণসংযোগকালে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা সাথে ছিলেন।