রামপালে পুলিশের অভিযানে চোরাই নছিমনসহ চোর আটক
|| ১০:০৮ অপরাহ্ণ ॥ জুন ৩, ২০২৩
রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে চোরাই নসিমনসহ এক চোরকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলমের দিক নির্দেশনায় ফয়লা ক্যাম্পের আইসি মো. ইসমাইল হোসেন, এএসআই আলআমিনসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার সাড়ে ১২ টায় উপজেলার ফয়লাহাট মৎস্য আড়তের সামনে হতে চোরাই নছিমনসহ মো. আব্বাস শেখ (৩৫) কে আটক করেন। আটক আব্বাস মানিকনগর গ্রামের মৃত মোন্তাজ শেখের পুত্র। আটক আব্বাসকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে৷ বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।