পঞ্চগড়ে গ্রামীন পর্যটন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে গ্রামীন পর্যটন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় ওই কর্মশালার আয়োজন করে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ।

বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক। কর্মশালায় সদর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) মোহাম্মদ সাইফুল হাসান।
কর্মাশালায় বক্তারা বলেন, দেশের সর্বউত্তরের এই সীমান্তবর্তী জেলায় পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র পঞ্চগড় সদর উপজেলায় সমতলের চা বাগান, ভিতরগড়, মহারাজার দিঘী, অমরখানা চাওয়াই সেতু, সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রাম, মিরগড়ের টোপা, রাজাপাট ডাঙ্গা, হাড়িভাষায় বেরুবাড়ি, বিলুপ্ত ছিটমহলের শালবাগান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত নানান স্থাপনা রয়েছে। এছাড়াও এই জেলায় নানান ঐতিহ্যবাহী খাবার রয়েছে। শুধুমাত্র এগুলো রক্ষনাবেক্ষণ সংরক্ষণ পরিকল্পনা এবং সংরক্ষনের অভাবে খালি পড়ে আছে। যদি এই সম্ভাবনাগুলোকে পর্যটন কেন্দ্রীক পরিকল্পনা করে প্রকল্পের মাধ্যমে স্থাপনা তৈরি এবং সৌন্দর্য বর্ধনের কাজ করা যায় তাহলেই এই জেলায় অর্থনৈতিক ভূমিকা রাখবে স্থানীয় পর্যটন। কারন এমনিতেই এই জেলায় দেশের বিভিন্ন স্থান থেকে বছরজুড়ে দেশ বিদেশের নানান পর্যটকের পদচারণা রয়েছে। বক্তারা পর্যটন খাতে প্রতিবছর এক কোটি টাকা বরাদ্দ দেয়ার দাবি জানান।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *