ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

শ্রীমঙ্গলে মতবিনিময় করেছেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৪:১৩ অপরাহ্ণ ॥ মে ২৯, ২০২৩

শ্রীমঙ্গলে মতবিনিময় করেছেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।

মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী এবং সেবা গ্রহিতাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারি কমিশনার ( ভূমি) সন্দ্বীপ তালুকদার, ভাইস চেয়ারম্যান হাজি লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী, বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হেসেন চৌধুরী প্রমুখ।

মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আছকির মিয়া, আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ আলী, মৎস্যজীবি লীগের সভাপতি আশিকুর রহমান, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সালিক আহমদ, যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, জেরিন চা বাগানের ডিজিএম সেলিম রেজা, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, শ্রীমঙ্গলের স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল প্রমুখ।

নবাগত জেলা প্রশাসক সবার কথা শুনেন ও সব সমস্যা- সম্ভাবনাগুলো সমাধানের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার ঘোষনা দেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com