বাগেরহাটে আওয়ামীগের প্রতিবাদসমাবেশ অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি।। || ৬:৩৩ অপরাহ্ণ ॥ মে ২৭, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশ করেছে বাগেরহাট পৌর আওয়ামী লীগ । শনিবার সকালে শহরের পুরাতন বাজার মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠত হয় পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভ’ইয়া হেমায়েত উদ্দিন । এসময় অন্যন্যের মধ্যে আওয়ামী লীগ নেতা সরদার ফখরুল আলম সাহেব, তালুকদার আব্দুল বাকী, শেখ আক্তারুজ্জামান বাচ্ছু, তানিয়া খাতুন, ইবনে মিজান হিরু উপস্থিত ছিলেন ।
একই সময়ে শহরে জেলা যুবলীগের সভাপতি বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন ও সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফিজেমস এর নেতৃত্বে শহরে একটি মটর সাইকেল মহড়া হয়েছে ।
তবে পূর্ব ঘোষিত বিএনপির কোন কর্মসূচী অনুষ্টিত হয়নি। জেলা বিএনপির আহবায় হজ পালনে সৌদিতে , সদস্য সচীব নাশকতা মামলায় কারাগারে। দায়িত্ব প্রাপ্ত বিএনপি নেতারা বলেছেন পুলিশের অনুমতি না মেলায় তারা কেন্দ্রের সাথে যোগাযোগ করছেন । কিভাবে তাদের কর্মসূচী বাস্তবায়ন করবেন সে বিবষয়ে এখনো চুড়ান্ত হয়নি।