বাউফলে নৌ পুলিশের অভিযানে অবৈধ জালসহ দুই জেলে গ্রেপ্তার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি || ৭:১৫ অপরাহ্ণ ॥ মে ২৬, ২০২৩
পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় দুই জেলেকে গ্রেপ্তার করেছে কালাইয়া বন্দর নৌ পুলিশ।
এ সময় এক জেলে কৌশলে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর চরফেডারেশন পয়েন্ট এলাকা থেকে এ অবৈধ জালসহ দুই জেলেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত দুই জেলের নাম মো. জালাল গাজী (৩৫), মো. ফারুক মাঝি (৪৫) পলাতক জেলে মো. নুরুন্নবী (২৭)। এরা সকলেই ভোলা জেলার লালমোহনের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাড়ির ইনর্চাজ পরিদর্শক মো. লুৎফর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে তেঁতুলিয়া নদীতে টহলে নামেন। রাত ১টার দিকে টহলরত পুলিশ দেখতে পায় নদীর চরফেডারেশন পয়েন্টে অবৈধ জাল ফেলে মাছ শিকার করছে কয়েকজন জেলে। এরপড় পুলিশ দুই জেলেকে আটক করলেও এক জেলে কৌশলে পালিয়ে যায়। এ সময় অভিযুক্ত জেলেদের কাছ থেকে ৬শ মিটার অবৈধ কারেন্ট জাল, বেহুন্দি জাল ৮টি ও মাছ ধরার কাজে ব্যবহÍত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন,একজনকে পলাতক দেখিয়ে অভিযুক্ত তিন জেলের বিরুদ্ধে মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে মামলা করা হয়েছে। এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।