নাটোরে নিখোঁজের ৬ মাস পর মাটিতে পুঁতে রাখা এক যুবকের মরদেহ উত্তোলন

নাটোরে নিখোঁজের ৬ মাস পর মাটিতে পুঁতে রাখা রুবেল হোসেন নামে এক যুবকের মরদেহ উত্তোলন করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নাটোর সদর উপজেলার রুয়ের ভাগ গ্রামের রুবেলের বন্ধু তারেক রহমানের বাড়ির পেছন থেকে মরদেহটি উত্তোলন করা হয়। রুবেল হোসেন নাটোর সদর উপজেলার রঘুনাথপুর আমহাটি এলাকার রুপিজ উদ্দিনের ছেলে।
নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, রুবেল হোসেন, তারেক রহমান এবং হৃদয় হোসেন তিনজন বন্ধু। গত বছরের ২ ডিসেম্বর রুবেলের পরিবারের কাছ থেকে বড় অংকের টাকা মুক্তিপন আদায় করার জন্য রুবেলকে অপহরন করে নিয়ে যায় তারেকের রুয়েরভাগের বাড়ীতে। সেখানে হৃদয় হোসেন এবং তারেক রহমান দুজনে মিলে রুবেল ঘুমের ঔষধ খাওয়ানোর পর তাকে হত্যা করে। হত্যার পরে তারা রুবেলের মরদেহ তারেকের বাড়ির পেছনে মাটিতে পূতে রেখে ঢাকায় চলে যায়। এরপরে তারেক এবং হৃদয় রুবেলের বাবাকে মোবাইল ফোনে রুবেলকে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ দাবি করে। রুবেলের বাবা পর্যায়ক্রমে তাদের এক লাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেয়। এর পরেও রুবেলকে ফেরত না দেওয়ায় ৪ ডিসেম্বর রুবেলের বাবা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলাটি ডিবি পুলিশ তদন্তভার গ্রহণ করে। তদন্ত চলাকালিন অবস্থায় ডিবি পুলিশ ঢাকার দক্ষিণখান থানায় অন্য একটি মামলায় গ্রেফতারকৃত তারেক এবং হৃদয়কে নাটোরে নিয়ে আসে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তারেকের বাড়ীর পেছন থেকে পুঁতে রাখা রুবেলের মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *