ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

রংপুরের পীরগাছায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ দুই হাজার পরিবার

রাজীব মুন্সী, পীরগাছা( রংপুর) প্রতিনিধিঃ || ৭:৫৬ অপরাহ্ণ ॥ মে ১৭, ২০২৩

এবারে বৈশাখ মাসে তেমন কোনো ঝড় বৃষ্টি না হলেও বৈশাখের শেষে এর প্রভাব দেখা যাচ্ছে গত ১৫ ই মে রাতে হঠাৎ কাল বৈশাখী ঝড়ো বাতাসের কবলে পড়েছে পীরগাছা উপজেলার ৫ টি ইউনিয়ন।

ঝড়টি বেশী আঘাত হানে পীরগাছা , পারুল, ইটাকুমারী, অন্নদানগর, ছাওলা, তাম্বুলপুর ইউনিয়নে, ঝড়ো বাতাসে ক্ষয়ক্ষতি কবলে পড়ে উপজেলার দুই হাজারের বেশি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপরে পড়ে এক হাজার বেশী বড় বড় গাছপালা ছিড়ে যায় বিদ্যুৎ লাইন এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে পীরগাছা আট টি ইউনিয়ন রাস্তায় গাছ পড়ায় যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে ভোগান্তি পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে সরকারি ভাবে তাদের সহায়তা প্রদান করা হবে। উপজেলা চেয়ারম্যান বলেন আমরা পরিষদ থেকে তাদের সহযোগিতা করার চেষ্টা করছি সবচেয়ে ক্ষতি হওয়া ইটাকুমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার জানান আমর ইউনিয়নে ৫০০শতাধিক পরিবারের ঘরবাড়ি বিধস্ত ও ক্ষতির কপলে পড়েছে তাদের ইউনিয়ন পরিষদ থেকে কিছু পরিবার কে সহযোগিতা করা হয়েছে। সব কিছু মিলে পীরগাছায় ১০কোটি টাকার উপড়ে ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: