কাহালুতে অগ্নীকান্ডে ২টি গরুসহ ৪টি বাড়ী ভস্মিভুত
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ৭:৪৭ অপরাহ্ণ ॥ মে ১৬, ২০২৩
গত সোমবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার পাইকড় পশ্চিম পাড়ায় অগ্নীকান্ডের ঘটনা ঘটে। অগ্নীকান্ডে ওই গ্রামের মৃত ইব্রাহীম আলী ছেলে আশরাফ আলী,মীর আলম,শাহজাহান আলী ও নুর আলমের ৪ টি বাড়ী,ঘরের আসবাব পত্র ও ২ টি গরু ভস্মিভুত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কাহালু শাখা ইনর্চাজ রুবেল রানা ও সাব অফিসার রফিকুল ইসলাম জনবলসহ সেখানে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন।
অগ্নীকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় বাড়ীর লোকজন বাড়ীতে তালাবদ্ধ করে খোলাতে বোরো ধানের কাজ করছিলেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কেট হতে অগ্নীকান্ডের সূত্রপাত হতে পারে। কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সরুজ ও পাইকড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিটু চৌধুরী অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ী পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিকদের পরিষদের প্ক্ষ্য হতে সার্বিক সহযোগীতার প্রতিশ্রæতি প্রদান করেন।