ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ডাকাতির প্রস্তুতিকালে ভালুকায় আটক ৩, ট্রাক জব্দ

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি - || ২:১০ অপরাহ্ণ ॥ মে ৯, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র ও একটি টাটা ট্রাক (ঢাকা মেট্রো ট, ১৫-৯৩৬৫) জব্দ করা হয়।
সোমবার দিবাগত রাতে উপজেলার বাঁশিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ভালুকা মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলো চাঁদপুর জেলার ইব্রাহিমপুর গ্রামের কাদের আলীর ছেলে রাসেল গাজী (২৬), ময়মনসিংহের ফুলপুরের বালিয়া গ্রামের মোস্তফার ছেলে মো: হানিফ (২৯) এবং ভালুকার পুরুড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোশাররফ (৩০)।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, জেলা পুলিশ সুপার ও গফরগাঁও সার্কেল অফিসারের নির্দেশে নিয়মিত টহল চলাকালীন সময় গতরাতে উপজেলার বাঁশিল গ্রাম হতে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক