ছাত্রলীগ সভাপতি সাদ্দাম’র সুস্থতা কামনায় পঞ্চগড়ে মসজিদে বিশেষ দোয়া অনুুষ্টিত
পঞ্চগড় প্রতিনিধি || ৬:১৮ অপরাহ্ণ ॥ মে ৩, ২০২৩
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় পঞ্চগড়ে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পঞ্চগড় জেলা ছাত্রলীগের উদ্যোগে পঞ্চগড় সদর উপজেলার ১০টি ও পঞ্চগড় পৌরসভার একটি মসজিদে বুধবার জোহরের নামাজের পর একযোগে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম আকতারুজ্জামান আকতার। দোয়া মাহফিলে পঞ্চগড় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা, মকবুলার রহমান শাখা ছাত্রলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান জয়, সদর উপজেলা ছাত্রলীেেগর জাহিদ হাসান জনি সহ জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ভারতের একটি হাসপাতালে কোমরে ব্যাথা নিয়ে গত কয়েকদিন আগে ভর্তি হন। পরে সেখানে তিনি কোমরে অস্ত্রপচার করেন। বর্তমানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল।