ঢাকা সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

যথাযোগ্য মর্যাদায় নাটোরে মহান মে দিবস পালিত

নাটোর প্রতিনিধি।। || ৯:১৪ অপরাহ্ণ ॥ মে ১, ২০২৩

দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা সহকারে নাটোরে মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কানাইখালী মাঠ থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞার নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের আলাইপুরস্থ অনিমা চৌধুরী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রায় অংশ নেয়। সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শরিফুল ইসলাম শিমুল সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ প্রশাসেনর কর্মকর্তারা।
এর আগে জেলা আওয়ামী লীগের কাঁদিভিটাস্থ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয়,কালো পতাকা ও শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, অ্যাডভোকেট মালেক শেখসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকী, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা ট্র্যাক ট্রাংক লরি নবনির্বাচিত সভাপতি মোস্তারুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম জনি অন্যন্যে নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক